জিবোর্ডে আসছে ইমোজি বার

১৯ জুলাই, ২০২০ ০০:৩৪  
১৭ জুলাই বিশ্ব ইমোজি দিবস পালিত হলো। গুগল দিবসটিকে পালন করেছে তাদের নিজস্ব কিবোর্ড অ্যাপ জিবোর্ডে ইমোজি শর্টকাট আনার ঘোষণার মাধ্যমে। খবর জিএসএম এরিনা। এনগ্যাজেট জানিয়েছে, অটোকারেক্ট/ফিচার বারের পাশেই এই বারটি থাকবে। ব্যবহারকারী এটি চালু করলে নাম্বার বারের উপরেই এটি দেখা যাবে। গুগল ১১৭টি নতুন ইমোজি আনার পরিকল্পনা করেছে। থাকছে বেশকিছু হ্যান্ড ইমোজি। শিগগিরই অ্যাপল ডিভাইসেও পাওয়া যাবে এগুলো। ডিবিটেক/বিএমটি